নিজস্ব প্রতিবেদক : সরকার কারোনা আক্রান্ত রোগীর ভুল পরিসংখ্যান তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
রিজভী আহমেদ বলেন, ‘অনেক লোক মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। গতকালের সংবাদে বেরিয়েছে যে, সরকার যে ডাটা তৈরি করছে করোনায় কতজন আক্রান্ত, তার মধ্যে প্রায় ৮২ হাজার লোকের নাম বাদ পড়েছে।’
তিনি বলেন, ‘তার মানে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে সরকার পারছে না, কোনো প্রতিকার পাচ্ছে না। এই যে হঠাৎ একটা বৈশ্বিক মহামারির ধাক্কা। তার জন্য যে ওষুধ, হাসপাতাল…যে স্বাস্থ্যবিধি তৈরি করা দরকার, এটা সরকার করেনি। মানুষ রাস্তায় মারা যাচ্ছে, হাসপাতালের বারান্দায় মারা যাচ্ছে, কোনো চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যাচ্ছে।’
বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘ওরা (সরকার) ক্ষমতা দখলে রাখার জন্য, চিরস্থায়ী করার জন্য কয়েকটি পদ্ধতি বেছে নিয়েছে। (একটি) বিচারবহির্ভূত হত্যা। আপনার ছেলে অন্য দল করে, ভিন্নমত পোষণ করে, সরকারের সঙ্গে একমত পোষণ করে না, (তাহলে দেখবেন) রাতের অন্ধকারে দুইদিন-তিনদিন নেই। হয়তো ধান খেতে তার লাশ পাওয়া যাবে, না হয় চিরদিনেও তার হদিস পাওয়া যাবে না।’
রিজভী আহমেদ বলেন, ‘সেনাবাহিনী একজন অবসরপ্রাপ্ত অফিসার মেজর সিনহা। থানার একজন ওসি ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে দিল। কোনো বিচার নেই, আইন নেই, কোনো কিছুই নেই। একজন সামরিক বাহিনীর অফিসারের যদি এই পরিণতি হয়…একজন ইউএনও তার মাথা কুপিয়ে দিল, তার আজকে মরণাপন্ন অবস্থা। চারদিকে খুন, গুম, হত্যা-এটাই হচ্ছে সরকারের কর্মসূচি। সরকার চাচ্ছে একটা এতিম জেনারেল তৈরি করতে।’
বিএনপির নেতাকর্মীদের ত্রাণসামগ্রী বিতরণকালেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব।
ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার-নবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর শোল্লা ও ইকোরিয়াসহ কয়েকটি ইউনিয়নে বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন রিজভী।
জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।