জার্মানিতে গত কয়েকদিনের প্রচণ্ড তুষারঝড়ে জনজীবন লণ্ডভণ্ড। ১৯৭৮ সালের তুষারঝড়কে মনে করিয়ে দিচ্ছে ভয়ানক এই তুষারপাত বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। খবর ইউরো নিউজের।
জানা গেছে, স্থবির হয়ে পড়া জার্মানি এখন পর্যন্ত ৩শ’র বেশি দুর্ঘটনা রেকর্ড করেছে। ভারী তুষারপাতের কারণে দেশটির বিমানসহ স্থলপথে অচল অবস্থা বিরাজ করছে। গাড়ি দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
সবচেয়ে বেশি তুষারপাত হচ্ছে জার্মানির পশ্চিম-উত্তর ও মধ্যাঞ্চলের ২৮টি স্থানে। বিশেষ করে বার্লিন, হামবুর্গ, ডর্টমুন্ড, এসেন, বিলেফেল্ড, লাইপজিগ, ব্রান্ডেনবুর্গে জনজীবন স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।