টানা তৃতীয়বারের মতো ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৩ সালের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি।
এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, গত মার্চে নির্বাচন আহ্বানের পর ফিফার সদস্যভুক্ত দেশগুলো শুধুমাত্র ইনফান্তিনোকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল।
আগামী বছরের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৩তম কংগ্রেস। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।
ফিফায় একাধিক মেয়াদে সভাপতি থাকা নতুন কিছু নয়। এর আগের ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ১৭ বছর ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির প্রধান ছিলেন। সেপ ব্ল্যাটারের পর থেকেই ইনফান্তিনো ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে আরও একবার ফিফার সভাপতি হন তিনি। এবার টানা তৃতীয়বারের মত ২০২৩ সালের কনগ্রেসে ফিফা সভাপতি হতে যাচ্ছেন তিনি।