1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

মাইক্রোসফট টিমসে যুক্ত হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ ভিউ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত ভিডিও কল করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ বৈঠক করতে হয় ভিডিও কলের মাধ্যমে। কিন্তু বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা কানে শুনতে বা কথা বলতে না পারায় অফিসের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন না। সমস্যা সমাধানে নিজেদের যোগাযোগের প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিকে সাইন ল্যাঙ্গুয়েজ ভিউ সুবিধা চালু করছে মাইক্রোসফট।

সাইন ল্যাঙ্গুয়েজ ভিউ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কলের সময় বিভিন্ন ব্যক্তির বক্তব্য বা বৈঠকের বিষয়বস্তু ইশারা ভাষায় রূপান্তর করে দেখানো যাবে। ভালোভাবে ইশারা ভাষা বোঝার জন্য বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির সামনে বড় পর্দায় দোভাষীর ভিডিও দেখানো হবে। শুধু তাই নয়, বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের ইশারা ভাষা দোভাষীর মাধ্যমে অন্যরা শুনতে পারবেন। ফলে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীরাও অনলাইন বৈঠকে অংশ নিতে পারবেন।

সাইন ল্যাঙ্গুয়েজ ভিউয়ের কার্যকারিতা পরখ করতে এরই মধ্যে বেশ কিছু ব্যবহারকারীকে সুবিধাটি ব্যবহারের সুযোগ দিয়েছে মাইক্রোসফট। শিগগিরই এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: দ্য ভার্জ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি