চোটাক্রান্ত হয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পরই ছিটকে গেছেন ব্রাজিল দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। তবে এই ম্যাচের আগেই নতুন করে দুঃসংবাদ পেল কোচ তিতের শিবির।
চোট পাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনিশ্চিত ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন জুভেন্টাসের এই লেফটব্যাক। এজন্য ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবেন না সেলেসাওদের রক্ষণভাগের অন্যতম সেরা এই তারকা।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোকে তুলে নেওয়া হয়। তার কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট দেখা দিয়েছে। এজন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্দ্রো খেলবেন না।
এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ক্যামেরুনের বিপক্ষে সান্দ্রোর জায়গায় খেলবেন ব্রাজিলের আরেক লেফটব্যাক অ্যালেক্স তেলেস।