চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিএম ডিপোর অভ্যন্তরে একটি শেডে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
উল্লেখ্য, গত ৫ জুন রাতে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ নিহত হন। আহত হন শতাধিক মানুষ।