ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’ গেল নভেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়।
জানা গেছে, ভাষার মাসে অর্থাৎ ৩ ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি ৫টি সিনেপ্লেক্সে মুক্তি পেলেও দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে।
সিনেমাটির মুক্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসময় প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। উপস্থিত ছিলেন ছবিটির কলাকুশলী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক প্রমুখরা। সিনেমাটিতে কেন্দ্রীয় প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।