৩০তম অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে নিজেদের চতুর্থ ম্যাচে কলম্বিয়ার কাছে পয়েন্ট হারাল উড়তে থাকা ব্রাজিল। এতে শিরোপার দৌড়ে ব্রাজিল থেকে এগিয়ে গেল উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দল।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচটিতে গোল শূন্য ড্র হওয়ায় ১-১ পয়েন্ট ভাগ করে নেয় দুই দল। এতে চার ম্যাচে তিন জয় ও এক ড্র-এ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যায় ব্রাজিল।
সমান সংখ্যক ম্যাচে কলম্বিয়ার পয়েন্ট সাত। তাদের শিরোপা জয়ের আর কোনো সুযোগ নেই। এদিকে চার ম্যাচে ৪ জয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ উরুগুয়ে। সোমবার ফাইনাল রাউন্ডে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে।
এই ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে উরুগুয়ে। আর ১২তম বারের মতো জুনিয়র কোপার শিরোপা জিততে হলে জয়ের বিকল্প নেই ব্রাজিলের সামনে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।