1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় স্কালোনি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফিফার বর্ষসেরা কোচের তালিকায় লিওনেল স্কালোনির থাকাটা প্রত্যাশিতই ছিল। গতকাল তিনজনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে স্থান হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির।
পাঁচ বছরে গত মৌসুমে ম্যানসিটিকে চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে অবদান রেখেছেন গার্দিওলা। আনচেলত্তি মাদ্রিদকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ। তিনজনের মধ্যে আগে এই সেরার পুরস্কারজয়ী কেবল গার্দিওলাই। ২০১১ সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছিলেন।
তার আগের দিন অবশ্য বর্ষসেরা গোলকিপারের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা। রিয়ালের থিবো কুর্তোয়ার সঙ্গে এই তালিকায় স্থান হয়েছে বিশ্বকাপে আলো ছড়ানো শিরোপাজয়ী আর্জেন্টাইন গোলপিকার এমিলিয়ানো মার্তিনেজ ও মরক্কান গোলকিপার ইয়াসিন বুনোর।
এখন ভোটাভুটির মাধ্য প্যারিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ভোট দিতে পারবেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ভক্তরাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি