আক্রমণ পাল্টা-আক্রমণে লড়াই হলো জমজমাট। একের পর এক সেভ করে লিডস ইউনাইটেডকে হতাশ করলেন দাভিদ দে হেয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে বাধ সাধল ক্রসবার। তবে শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে দারুণ জয় তুলে নিল এরিক টেন হাগের দল। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় লিডস ইউনাইটেড। প্যাটট্রিক ব্যামফোর্ডের প্রচেষ্টা পা দিয়ে ফিরিয়ে জাল অক্ষত রাখেন দাভিদ দে হেয়া।
২০তম মিনিটে সুযোগ আসে সফরকারীদের সামনে। ব্রুনো ফের্নান্দেসের নিচু শট লক্ষ্যে থাকেনি। ৪৪তম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন দে হেয়া। সামারভিলের শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ওয়ান-অন-ওয়ানে ফের্নান্দেসের শট ফিরিয়ে দেন লিডস ইউনাইটেডের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার সামারভিলকে গোলবঞ্চিত করেন দে হেয়া। ৬৩তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন দিয়োগো দালোত। সফরকারী ডিফেন্ডারের শট ক্রসবার কাঁপায়। ৭৮তম মিনিটে সামারভিলের আরেকটি প্রচেষ্টা ফিরিয়ে দেন দে হেয়া।
৮০তম মিনিটে ডেডলক ভাঙেন র্যাশফোর্ড। লুক শর ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।
চার মিনিট পর দারুণ ফিনিশিংয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন গারনাচো। ভাউট বেহর্স্টের পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। শেষ দিকে র্যাশফোর্ড আবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।