মোনাকোর মাঠে শনিবার পিএসজির ৩-১ গোলে হারের পর খবর, ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে তর্ক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এটা কোনো গুঞ্জন নয়, সত্যি। নিজেই স্বীকার করলেন নেইমার। তবে এসব খবর কীভাবে ড্রেসিংরুম থেকে বেরিয়ে পড়ে তা নিয়ে প্রশ্ন তার।
আজ মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের আগের সংবাদ সম্মেলনে নেইমার বললেন, ড্রেসিংরুমে তর্কাতর্কি ফুটবলেরই একটা অংশ। তার বক্তব্য, ‘এটা হয়েছিল, একটু উত্তপ্ত বাক্যবিনিময়, আমরা কিছু বিষয় নিয়ে একমত ছিলাম না। এটা ফুটবলের অংশ। প্রতিদিন এমন কিছু হয়। কিন্তু আমি তাদের সবাইকে ভালোবাসি।’
নেইমার আরও বলেন, ‘এটা অনেকটা আমার বান্ধবীর সঙ্গে সম্পর্কের মতো। ফুটবল শুধু ভালোবাসা ও বন্ধুত্বের নয়। সেখানে শ্রদ্ধা আছে, কিন্তু মাঝেমধ্যে দ্বিমত ও আলোচনা আপনার উন্নতির জন্য দরকার। আমরা হারতে অভ্যস্ত নই, তাই আমরা যখন হারি, তখন অবশ্যই সেটা আমাদের হতাশ করে। কিন্তু এটা উন্নতির প্রক্রিয়ার অংশ।’