সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সব ডিসি ও ইউএনওকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠপর্যায়ের দপ্তরসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। কিন্তু যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথা সময়ে অফিসে পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ অন্যান্য সংস্থার কর্মকর্তা বা কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকের ক্ষতিগ্রস্তের পাশাপাশি সরকারি কাজের গতিও কমে যায়।
এ অবস্থায় সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা জনস্বার্থে সকাল ৯টা থেকে পরবর্তী ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হলো।