স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল এখন বার্সেলোনা। ঘরোয়া লিগে নিঃসন্দেহে বড় দল কাতালান ক্লাবটি। তবে ইউরোপীয় মঞ্চে আবারও ব্যর্থ জাভি হার্নান্দেজের ক্লাব।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ওল্ড ট্রাফোর্ডে দুই ব্রাজিলিয়ানের ঝলকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২–১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। নিজেদের ডেরা ন্যু ক্যাম্পে রোমাঞ্চকর প্রথম লেগ ২–২ সমতায় শেষ হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৪–৩ গোলে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোয় পৌঁছে গেছে ইউনাইটেড।
গত মৌসুমের মতো চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে ইউরোপা লিগে ঠাঁই হয়েছিল বার্সেলোনার। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় মর্যাদাপূর্ণ আসরেও সুবিধা করতে পারল না কাতালানরা।
ম্যাচের শুরুতে বিতর্কিত পেনাল্টিতে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জাভির দল। তবে ‘থিয়েটার অব ড্রিমসে’ আরেক দফা স্বপ্ন বাস্তবায়ন করেছেন ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেদ ও উইঙ্গার আন্তোনি।
ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যায় লেভানদোভস্কি। প্রধমার্ধে আর কোনো গোল না হালে ১–০ ব্যবধানে এগিয়ে থাকার স্বস্তি নিয়েই বিরতিতে যায় জাভির দল।
তবে বিরতির পর দুদান্তভাবে ঘুরে দাঁড়ায় টেন হাগের দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্রাইকার ভুত ভেঘ্রস্টকে তুলে নিয়ে নামান আন্তোনিকে। তাতেই খেলার ধরণ বদলে যায় ইউনাইটেডের। ৪৭ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফ্রেদ। এরপর ৭৩ মিনিটে আন্তোনির গোলে জয়ের সুবাতাস পায় ইউনাইটেড।