নতুন একটি কামিকাযে (আত্মঘাতী) ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখা। যে ড্রোন ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই ড্রোন।
এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মিরাজ-৫৩২।
আইআরজিসির স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কুহেস্তানি এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ইতোমধ্যে সফল পরীক্ষা করা হয়েছে। এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথে এর পাল্লা হচ্ছে ৪৫০ কিলোমিটার। এই ড্রোন ১২ হাজার ফুট উপর দিয়ে টানা তিন ঘণ্টা উড়তে পারে। ড্রোনটি গাড়ির উপর থেকে উড্ডয়ন করা যায়। এছাড়াও, নির্ভুলতার সঙ্গে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ইউএভি।
জেনারেল কুহেস্তানি আরও বলেন, ড্রোনটি অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। তাই এই ড্রোনকে কম সময়ের মধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করা যায়।
তথ্যসূত্র: গ্লোবাল হ্যাপিনেস