মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়নে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৭০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
গত মঙ্গলবার (১৫ ফ্রেরুয়ারী) রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার সময় ১৫-২০ জন ডাকাত দুই ভাগে বিভক্ত হয়ে মোঃ রুস্তম আলী খান ও কামাল হোসেনের বাড়িতে প্রবেশ করে জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। এ সময় রুস্তম আলী খান এর আলমিরা ভেঙে নগদ ২০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একইভাবে সংঘবদ্ধ ডাকাত দল মোঃ কামাল হেসেন এর ঘরের প্রধান ফটক ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্নালংকর নিয়ে পালিয়ে যায়।
মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার কিসলু বলেন, ডাকাত দল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম মুঠোফোনে জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।