চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে টানা দুই ম্যাচ পরাজয়ের পর সবশেষ ম্যাচে জয়ের দেখা পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে দুই দল।
রোববার (১৬ এপ্রিল) আইপিএলের ১৬তম আসরের ২২তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের মুখোমুখি হবে নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
এদিন কলকাতার একাদশে এক বা একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইনজুরি এবং ফিটনেস সমস্যায় মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। তার বদলে ডেভিড উইজকে দেখা যেতে পারে একাদশে।
এছাড়া সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের বিকল্পও ভাবতে পারে কেকেআর। সেক্ষেত্রে টাইগার ওপেনার লিটন দাস ও ইংলিশ ওপেনার জেসন রয়ের মধ্যে যে কোনো একজনের সুযোগ মিলতে পারে একাদশে।
কলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস/জেসন রয়, নারায়ন জগদীশন, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল/ডেভিড উইজ, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।