সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি এবং জীবিকা সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে স্টেকহোল্ডারদের নিয়ে দুর্যোগ সহনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
MACP-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের কারিগরী সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক খন্দকার!! সরোয়ার।
প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোজাম্মেল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার,, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অডিনেট বায়েজীদ বোস্তামী, প্রদৃপ্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মুন্নী বেগমসহ বিভিন্ন সীডস কোম্পানির প্রতিনিধিগণ। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সীডস কোম্পানির প্রতিনিধি ও কৃষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে দূর্যোগ সহনশীল কৃষি এবং জীবিকা সংক্রান্ত কার্যক্রম বাস্তায়নে বিভিন্ন দিক সমুহ উপস্থাপন করা হয়। এছাড়া বন্যা ও খরা সহনশীল বিভিন্ন আগাম জাতের ফসল, বন্যা সহনশীল প্রযুক্তি ব্যবহার, কমিউনিটি সিড ব্যাংক স্থাপন, সক্ষমতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ ও ওয়ান স্টপ কৃষি সহায়তা প্রদান বিষয়ক ব্যাপক আলোচনা করা হয়।