1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

পয়েন্ট হারিয়ে আর্জেন্টিনাকে টপকানো হলো না ব্রাজিলের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বা জুনিয়র কোপা আমেরিকার পূর্বের ১৮টি আসরের মধ্যে ১২টি আসরের চ্যাম্পিয়নই ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ইকুয়েডরে বসা চলমান টুর্নামেন্টটির ১৯তম আসরে ১৩তম শিরোপা জয়ের লক্ষ্যে মুখিয়ে আছে ব্রাজিলের যুবারা।
ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় সেলেসাও জুনিয়ররা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকালে ইকুয়েডরের স্তাদিও অলিম্পিকোতে মুখোমুখি হয় ব্রাজিল ও স্বাগতিক ইকুয়েডর।
ম্যাচের ২৩তম মিনিটেই স্বাগতিকদের লিড এনে দেন আলেক্সান্ডার আরোয়ো আলভারাডো। ৩৮তম মিনিটে লিড দ্বিগুণ করেন আলভারাডো। বিরতির ঠিক আগে এক গোল শোধ করে ব্রাজিল। তবে তা ইকুয়েডরের কল্যাণে। ইকুয়েডরের অ্যান্তোনিও কুল্লাহোয়াজো ভাকা ৪৫তম মিনিটে আত্মঘাতি গোল করলে ২-১ এ পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সেলেসাও জুনিয়ররা। যার ফল ধরা দেয় ম্যাচে ৫২তম মিনিটে। কাউয়া ইলিয়াস গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত দুই দল আর কোনো গোল করতে না পারায় ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই ড্রয়ের ফলে ফাইনাল রাউন্ডে তিন ম্যাচ শেষে ইকুয়েডর ও ব্রাজিলের পয়েন্ট সমান। উভয় দলই ২ জয় ও ১ ড্র নিয়ে ৭ পয়েন্ট পেয়েছে। গোল গড়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক ইকুয়েডর।
ফাইনাল রাউন্ডে ব্রাজিলের চতুর্থ ম্যাচ চিলির বিপক্ষে আগামী শুক্রবার (২১ এপ্রিল)। আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে।
উল্লেখ্য, ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি