1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

এবার ঈদযাত্রায় কোথাও ভোগান্তি নেই : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

এবারের ঈদযাত্রায় দূরপাল্লার বাস ছাড়াও ট্রেন ও লঞ্চ কোথাও ভোগান্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় ঈদ শেষে ফেরার পথেও যাতে ভোগান্তি না হয়, সে জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরবাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।
এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ, ভোগান্তিমুক্ত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে চালু থাকবে মনিটরিং সেলও।
এ সময় বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি