শেষ সময়ের জোড়া গোলে সাউদাম্পটনের কাছে হার এড়ালো টেবিলের শীর্ষ দল আর্সেনাল।
শুক্রবার (২১ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে (ইপিএল) সাউদাম্পটনের সঙ্গে ৩-৩ গোল ব্যবধানে ড্র করেছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৮ সেকেন্ডেই কার্লোস আলকারাজের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ম্যাচের ১৪তম মিনিটে থিও ওয়ালকটের গোলে ম্যাচে ডাবল লিড নেয় সাউদাম্পটন।
অন্যদিকে ম্যাচের ২০তম মিনিটে গোলের ব্যবধান কমায় আর্সেনাল। দলের হয়ে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্র্টিনেলি। ২-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আর্সেনাল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬তম মিনিটে সাউদাম্পটনকে তৃতীয়বারের মতো গোলের আনন্দে ভাসান দুয়ে কালেতা-কার। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সাউদাম্পটন। এই স্কোরেই ম্যাচটি গড়ায় ৮৭তম মিনিট পর্যন্ত। এতে করে হারের শঙ্কায় পড়ে আর্সেনাল।
কিন্তু শেষ তিন মিনিটে দুই গোল করে আর্সেনালকে হারের মুখ থেকে রক্ষা করেন মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকা। ৩-৩ গোলে সমতা রেখে ম্যাচ শেষ করে হার এড়াতে সক্ষম হয় আর্সেনাল।
এর ফলে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল আর্সেনাল। এ ছাড়া ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর ৩২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সাউদাম্পটন।