1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

জাকারবার্গের সম্পদ বেড়েছে ১ হাজার ২০ কোটি ডলার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মার্ক জাকারবার্গ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা। বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের একজন তিনি। এরই মধ্যে তার সম্পদ ১ হাজার ২০ কোটি ডলার বেড়েছে। সম্পদ বৃদ্ধিতে এটি তার তৃতীয় বৃহত্তম রেকর্ড।
বর্তমানে জাকারবার্গের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩০ কোটি ডলারে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, তিনি এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।
গত বছর শেয়ারবাজারের পতনের কারণে সাত হাজার ১০০ কোটি ডলার বা ৫৭ শতাংশ সম্পদ হারান জাকারবার্গ। ওই সময় বিশ্বের অনেক প্রযুক্তি বিলিয়নিয়ারের ব্যক্তিগত সম্পদ কমে যায়।
ওই বছরের সেপ্টেম্বরে ৫ হাজার ৪৬০ কোটি ডলারের সম্পদ নিয়ে ২০তম ধনীতে পরিণত হন তিনি। এই অবস্থান ছিল আগের বছরের চেয়ে তিন ধাপ নিচে।
গত বছরের একই প্রান্তিকের তুলনায় মুনাফা ২৪ শতাংশ কমলেও বৃহস্পতিবার ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার শেয়ার দর প্রায় ১৪ শতাংশ বেড়েছে।
তথ্যসূত্র : ব্লুমবার্গ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি