গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা নামক এলাকায় নতুন ধান পরিস্কার করতে গিয়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে ববিতা (২৭) নামের গৃহবধূর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এবং তার স্বামী রায়হান মিয়া (৩০) আশংকা অবস্থায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১২ টার দিকে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের রায়হান মিয়া ও তার স্ত্রী ববিতা বেগম নতুন ধান পরিস্কার করার জন্য বিদ্যুৎ চালিত স্ট্যান ফ্যানের সাহায্যে পরিস্কার করার সময়
বিদ্যুৎ তারের স্পর্শ হয়ে স্ত্রী ববিতা বেগম আটকে যায়। এসময় তার স্বামী রায়হান মিয়া এঘটনা দেখে তার স্ত্রীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পর্শ হয়।স্থানীয়রা খবর পেলে ছুটে এসে ববিতা বেগমকে উদ্ধার করলেও তার অবস্থা আশংকা জনক হওয়ায় ও তার স্বামী রায়হান মিয়া জ্ঞান হারিয়ে ফেলে।
এসময় স্থানীয় তাদেরকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ববিতা বেগমকে মৃত্যু ঘোষণা করে। এবং রায়হান মিয়াকে আশংকা জনক হওয়ায় জরুরি বিভাগে ভর্তি করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাঘাটা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্ত্রী ববিতা বেগমের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
এবিষয়টি নিশ্চিত করেছে, সাঘাটা থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পর্শ হয়ে স্ত্রী ববিতা বেগম নিহত ও তার স্বামী রায়হান মিয়া আশংকা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।