রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার (৩০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
গ্রেপ্তাকৃতরা হলেন মাদক কারবারি চক্রের মূলহোতা আব্দুল মোতালেব ওরফে রফিক (২৪) এবং তার অন্যতম সহযোগী মো. মাইন উদ্দিন মামুন (২৩)।
র্যাব-৩ এর অধিনায়ক বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আসামিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।