1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

৩২ বছর বয়সে মারা গেছেন অলিম্পিকে সোনাজয়ী টরি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অলিম্পিকে সোনাজয়ী টরি বোউই। মৃত্যুর আগে অবসাদে ভুগেছিলেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। তবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অ্যাথলেটের মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।
২০১৬ রিও ডি জেনেরিও অলিম্পিকে একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছিলেন টরি। ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন টরি। একই আসরে ১০০ মিটার স্প্রিন্টে রুপা এবং ২০০ মিটারে জিতেছিলেন ব্রোঞ্জ। সে বছরই লন্ডনে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের সেরার মুকুট জেতেন টরি। রিলেতেও জেতেন সোনা।
২০১৪ সালে লং জাম্প ইভেন্ট থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যাত্রা শুরু করেনে টরি। সে বছরই বিশ্বের দ্রুততম মানবীর খেতাব পান তিনি।
টরির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। টরির বিদায়কে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড। বিবৃতিতে জানিয়েছে, তার বিদায় আমাদের জন্য ‘অপূরণীয় ক্ষতি’এবং এই অ্যাথলেটের অভাব ‘ভীষণভাবে অনুভব’ করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি