ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বৃহস্পতিবার (১১ মে) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাকে স্বাগত জানান।
আগামীকাল শুক্রবার (১২ মে) ঢাকায় শুরু হতে যাচ্ছে ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স-আইওসি) দুই দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্ব’। এই সম্মেলনে প্রায় ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ আরও দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের ঢাকায় আসা তারই অংশ।
ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।