বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ওমেন্স ট্রফির (ইয়ুথ ও জুনিয়র) দুই বিভাগেই তৃতীয় হয়েছে মালদ্বীপের মেয়েরা। আজ মঙ্গলবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে নেপালের মেয়েদের মুখোমুখি হয় মালদ্বীপ। ৪ জাতির আন্তর্জাতিক এই হ্যান্ডবল আসরে চতুর্থ হয়ে এবারের মতো টুর্নামেন্ট শেষ করল নেপাল।
আজ দিনের প্রথম খেলায় নেপাল অনূর্ধ্ব-১৭ ইয়ুথ দলকে ৪১-১০ গোলের ব্যবধানে পরাজিত করে মালদ্বীপ অনূর্ধ্ব-১৭ ইয়ুথ দল। খেলার প্রথমার্ধে ১৯-০৩ গোলের ব্যবধানে এগিয়ে ছিল মালদ্বীপ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন মালদ্বীপের মেয়েরা। নেপালের মেয়েদের জালে একের পর এক গোল পুরতে থাকে দ্বীপরাষ্ট্রটি।
এদিকে দিনের অপর ম্যাচেও আধিপত্য ধরে রাখে মালদ্বীপ। নেপালের অনূর্ধ্ব-১৯ জুনিয়র ওমেন্স দলকে ২২-০৫ গোলের ব্যবধানে হারায় মালদ্বীপের অনূর্ধ্ব-১৯ জুনিয়র দল। খেলার প্রথমার্ধে পরিস্কার গোল ব্যবধানে এগিয়ে ছিল মালদ্বীপ। দুদলের গোল ব্যবধান ছিল ১১-০১।