আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর পা পড়ায় সৌদি আরবের ফুটবল নিয়ে আগ্রহ, কৌতূহল থাকে এখন তুঙ্গে। আকর্ষণও বেড়ে গেছে আগের চেয়ে অনেক। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বাস, সৌদি প্রো লিগ দ্রুতই বিশ্বের সেরা পাঁচে জায়গা করে নেবে।
জানুয়ারিতে আল নাসরে চুক্তি করেন রোনালদো। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার বার্ষিক বেতন রেকর্ড ২০ কোটি ইউরো। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ ও ইতালির সিরি ‘আ’ ক্লাব জুভেন্টাসে খেলে মধ্যপ্রাচ্যে পা রেখেছেন তিনি। তার যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যে সৌদি প্রতিযোগিতার মানের উন্নতি হয়েছে বললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।
সৌদি এসএসসি চ্যানেলকে রোনালদো বলেছেন, ‘আমরা অনেক ভালো আগের চেয়ে এবং সৌদি লিগও অনেক উন্নত হচ্ছে, পরের বছর আরও উন্নত হবে। ধাপে ধাপে আমি মনে করি এই লিগ বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে থাকবে। কিন্তু তাদের সময়, খেলোয়াড় ও পরিকাঠামো প্রয়োজন।’
তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি এই দেশের অপার সম্ভাবনা রয়েছে। তাদের মানুষগুলো চমৎকার এবং আমার মতে, লিগ সেরা হতে যাচ্ছে।’
দেশের লিগ নিয়ে সৌদি আরবও বেশ উচ্চাকাঙ্ক্ষী। সম্প্রতি রিয়াদ ক্লাব আল হিলাল রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে বলে রয়টার্স জানায়।
মঙ্গলবার সৌদি লিগে আল শাবাবের কাছে দুই গোলে পিছিয়ে পড়ার পর অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২-এ জেতে আল নাসর। জয়সূচক গোলটি করেন রোনালদো। ম্যাচ শেষে তার টুইট, ‘ঘুরে দাঁড়িয়ে জেতার দারুণ দলগত মানসিকতা। আমাদের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে সঙ্গে থাকার জন্য ভক্তদের জানাই অনেক ধন্যবাদ।’