ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া পড়ে থাকা একটি ককটেল উদ্ধার করে পুলিশ।
ওই নির্বাচনী কার্যালয়ে থাকা মো. আদেল নামে এক যুবক জানান, দুপুরের দিকে একাধিক যুবককে অফিসের আশেপাশে ঘুরতে দেখে সন্দেহ করা হয়। একপর্যায়ে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। মিনিট দশেক পর ফ্লাইওভারের উপর থেকে ককটেল ছোড়া হয়। এসময় অফিসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হোসেন রুবেল অভিযোগ করেন, ওই অফিসের পাশেই এক স্বতন্ত্র প্রার্থীর সভা আহ্বান করা হয়। ওই প্রার্থীর সমর্থকরাই এই হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খবর পেয়েই আমরা ছুটে আসি। কীভাবে কি ঘটেছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।