1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

উজাড় করে খেলবে বায়ার্ন : টুখেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

কয়েক দিন আগেও তারা ট্রেবল জয়ের স্বপ্ন দেখেছিল। বুন্দেস লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে তাদের বেশ সুযোগও ছিল। ছিল ফুটবলারদের দারুণ ফর্মও। কিন্তু সেসব ছাপিয়ে একই মৌসুমে সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখেছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। মূলত মৌসুমের মাঝপথে আভাসবিহীন বৃষ্টির মতো দলটির কোচ ইউলিয়ান নাগালসম্যানকে ছাটাই করা হয়। এরপরই পা ফসকানো শুরু। নতুন কোচ থমাস টুখেলের টুখেলের কোচিংয়ে উল্টো পথে হাঁটছে বায়ার্ন মিউনিখ। সব হারিয়ে তাদের এখন একমাত্র আশা বুন্দেস লিগা। তবে আজকেই (২৭ মে) নির্ধারিত হয়ে যাবে, লিগটির শিরোপা উঠছে কাদের হাতে!
এর আগে টানা ১০টি বুন্দেসলিগার শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। এবার সেটিকে ১১তম সংখ্যায় নিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। সবশেষ রাউন্ডে লাইপজিগের কাছে ৩-১ গোলে হেরে পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে যায় তারা। ২ পয়েন্টে এগিয়ে এখন শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। যা মূলত শিরোপা থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে বায়ার্নকে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) কোলনের বিপক্ষে খেলবে বায়ার্ন। এই ম্যাচ তাদেরকে শুধু জিতলেই হবে না, ডর্টমুন্ডের যাতে না জিতে সেই আশায়ও থাকতে হবে। ডর্টমুন্ট ড্র করলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে কোলনের বিপক্ষে বিজয়ী দলটি। তার আগে সংবাদ সম্মেলনে কোচ টুখেল বলেছেন, ‘অন্য দিকে না তাকিয়ে যেকোনো মূল্যে আগে নিজেদের ম্যাচ জিততে চাই। ডর্টমুন্ডের প্রতি আমার কোনো বার্তা নেই। আমাদের নিজেদের কাজ শেষ করতে পারিনি। আমরা বারবার হোঁচট খেয়েছি।‘

তিনি আরও বলেন, ‘আমরা এখন লড়াই শেষ করার চেষ্টা করব এবং সবটা উজাড় করে দেব…আমাদের অন্য ম্যাচের দিকে তাকানোর দরকার নেই। কারণ আমাদের জন্য এটি স্পষ্ট যে, প্রথমে নিজেদের ম্যাচটি জিততে হবে।’
বায়ার্নের একই সময়েই মাইনৎসের বিপক্ষে লড়াইয়ে নামবে ডর্টমুন্ড। ৩৩ ম্যাচের তাদের পয়েন্ট ৭০। এই ম্যাচে জিতলেই শিরোপা উল্লাসে মাতবে দলটি। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৮। গোল পার্থক্যে অবশ্য এগিয়ে আছে তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি