1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

বিএসপিএ’র বর্ষসেরা লিটন দাস

রেজওয়ানুল ইসলাম রনি
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় রোববার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হয়। ক্রিকেটার লিটন দাস হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।

এছাড়া বর্ষসেরা নারী ক্রিকেটা নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা পুরুষ ফুটবলার রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা নারী ফুটবলার সাবিনা খাতুন, বর্ষসেরা আর্চার নাসরিন আক্তার, বর্ষসেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট ইমরানুর রহমান, বর্ষসেরা কোচ গোলাম রব্বানী ছোটন, উদীয়মান ক্রীড়াবিদ নাফিজ ইকবাল, সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন) ও তৃণমূলের  সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম । অন্যদিকে বিশেষ সম্মাননা পেয়েছেন সুমিতা রানী (হার্ডলার), সেরা সংস্থা নির্বাচিত বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং বিশেষ সংবর্ধনা পেয়েছেন সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।

পুরস্কার পাওয়া হাতে পাওয়ার পর বর্ষসেরা ক্রীড়াবাদি হয়ে লিটন দাস বলেন, এ রকম একটা পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের। এরকম পুরস্কার আমাদেরকে আরো ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। দোয়া করবেন, পরেরবার যেন আরো ভালো করতে পারি এবং পুরস্কারের মঞ্চে আবার আসতে পারি।

এর পর সাবিনা খাতুন বলেন, যে কোনো পুরস্কারই আমাদেরকে আরো ভালো করার অনুপ্রেরণা জোগায়। বিএসপিএর এই পুরস্কার পেয়ে আমি খুশি। আগামীতে আরও ভালো করার জন্য এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি