সৌরজগত অনুসন্ধানে নতুন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। পৃথিবীতে জীবনের উৎস জানার উদ্যোগ নিয়েছে দেশটি।
মধ্যপ্রাচ্যের এই দেশটি জানিয়েছে, সাতটি গ্রহাণু সম্পর্কে জানতে ২০২৮ সাল নাগাদ মহাকাশযান পাঠাতে চায় তারা।
শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম জানিয়েছেন, ১৩ বছর মেয়াদি এই প্রকল্পে ছয় বছর লাগবে মহাকাশযান তৈরি করতে। আর বাকি সাত বছর ধরে এই যান তথ্যানুসন্ধান করবে। এটি ৫০০ কোটি কিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান চালাবে। এটি মঙ্গলগ্রহকেও ছাড়িয়ে যাবে।
এই মহাকাশযানের নাম দেওয়া হয়েছে এমবিআর।
সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানি এই মহাকাশযান তৈরি করবে। মহাকাশে আধিপত্য বাড়াতে চাইছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞান ও উদ্ভাবনী খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি।