নাশকতার মামলায় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহিরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলার নাভারন হাসপাতাল মোড় থেকে তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নাশকতা মামলায় ২১ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এজন্য ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত ও মফিকুল হাসান তৃপ্তিসহ অনেকেই।
শার্শা থানা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু জানান, গত ৮ এপ্রিল শার্শা দলীয় কর্যালয়ে যুবলীগ কর্মীদের হামলায় মারাত্মক জখম হন হাসান জহির। পরে তিনি যশোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
সকালে স্থানীয় নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তাকে বাড়িতে নেওয়ার পথে হাসপাতাল মোড়ে শার্শা থানা পুলিশ তাকে আটক করে। এসময় পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়া আরও দুজনকে আটক এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।