সিলেটের গোলাপগঞ্জে সালিশ বৈঠকে ভাতিজাদের হামলায় গুরুতর আহত চাচা সিরাজ উদ্দিন (৭৫) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
মারা যাওয়া সিরাজ উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে শালিস বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সিরাজ উদ্দিনের ভাতিজারা তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সিরাজ উদ্দিনের ছেলে জাকির আহমদ বাদী হয়ে তার চাচাতো দুই ভাইকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। গোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।