২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১ জুন) বাজেট অধিবেশন শেষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্ট লাঘব হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
এর আগে, বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকা। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।
এদিন বাজেট অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া মন্ত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।