বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার লক্ষ্যে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। প্রথম ভাগে একমাত্র টেস্ট শেষ করেই ভারতের উদ্দেশ্যে উড়াল দিবে আফগানরা। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান, আফগানিস্তান সিরিজ কঠিন হবে।
আফগানিস্তানকে ইন্টারেস্টিং দল উল্লেখ করে তামিম বলেন, ‘আমার মনে হয়ে ৩ বা ৪ জুন প্রধান কোচ এসে যাবেন। তখন থেকেই আমাদের মূল ক্যাম্প শুরু হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সবসময় ইন্টারেস্টিং। তারা বেশ মানসম্পন্ন দল। আজকেও তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে।’
টেস্টে আফগানিস্তানের মানসম্পন্ন বোলিংয়ের বিপক্ষে খেলাটা সহজ হবে না বলেও মনে করেন তামিম। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের তিন বিভাগেই ভালো করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আপাতত আমরা শুধুমাত্র টেস্ট নিয়েই চিন্তা করছি।’
তীব্র গরমের মধ্যেও ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছে বলে জানান টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলন করছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’