বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ’র মূল প্রশিক্ষণ ক্যাম্প ও মূল ঘাটিগুলো নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এতে করে অচিরেই সন্ত্রাসীরা নিমূল হয়ে যাবে।
রবিবার (৪ জুন) বান্দরবান সেনা জোন সদরে সাংবাদিকদের প্রেস বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।
এসময় সেনাপ্রধান বলেন, যদি সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তবে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় কঠোর হাতে তাদের দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বর্ডার গার্ড বাংলাদেশ (ডিজি বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং রামুর জিওসি মেজর জেনারেল মাসুদুর রহমান প্রমূখ।