আগামীকাল থেকে গ্রীষ্মকালীন ও ঈদুল আযহা উপলক্ষ্যে ২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।
মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সায়েদা নুসরাত জাহান। তিনি জানান, গতবারের ন্যায় এবারও ঈদের ছুটিতে হল খোলা থাকছে। ফলে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন ও ঈদুল আযহা উপলক্ষ্যে ৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১১ থেকে ১৫ জুন এবং ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। গ্রীষ্মের ছুটিতে কোনো বিভাগ চাইলে অ্যাকাডেমিক জরুরি কার্যক্রম চালাতে পারবে। এছাড়া ছুটিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা চালু থাকবে।