1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় একজন অস্থায়ী প্রাদেশিক গভর্নর নিহত হয়েছেন। কর্মকর্তারা এ খবর জানান।
ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা একই ধরনের হামলায় ওই অঞ্চলের একজন পুলিশ প্রধান নিহত হওয়ার কয়েক মাস পর মঙ্গলবার নতুন এ হামলার ঘটনা ঘটল।
বাদাখশানের অস্থায়ী গভর্ণর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক রাজধানী ফায়জাবাদে এ হামলার ঘটনা ঘটে। নিসার আহমেদ আহমাদি গত মাসে ডেপুটি গভর্নর থেকে অস্থায়ী গভর্নর হয়েছিলেন।
হামলায় গাড়ির চালক নিহত ও আরো ছয়জন আহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।
মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটলেও আইএস এখনো হুমকি হিসেবে রয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি