1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

স্বস্তির বৃষ্টি রাজধানীতে টানা গরমের পর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
টানা গত কয়েকদিনের ভ্যাপসা গরমের কারণে রাজধানীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভা‌বে ব্যাহত হচ্ছিল। ঘ‌রে-বাইরে গর‌মে অস্বস্তিকর গুমোট প‌রি‌বেশের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল। এ অবস্থায় গরমের অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে স্বস্তি নেমে এসেছে শহরজুড়ে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর এলাকাগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অধিদপ্তর আরো জানিয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য জেলা এবং সিলেট জেলার ওপর দিয়ে বইছিল মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ ছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছিল। আজও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর প্রভাব শুরু হওয়ার আগেই চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। ১১-১২ জুনের দিকে দেশব্যাপী বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ১০ তারিখের পর সারা দেশে বৃষ্টিপাত কমবেশি বাড়বে, কিন্তু সারা দেশে একই সঙ্গে বাড়বে না।

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের ১২টিতে বৃষ্টির খবর পাওয়া গেছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে ৯৮ মিলিমিটার। এ ছাড়া বান্দরবনে ২৫ মিলিমিটার এবং নীলফামারীর সৈয়দপুরে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি