1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

রোমাঞ্চের শেষে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুচোভা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে রোমাঞ্চকর ম্যাচে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভা। ‌র‌্যাঙ্কিংয়ে ৪৩তম স্থানে থাকা তারকা দুইয়ে থাকা বেলারুশিয়ান সাবালেঙ্কার বিপক্ষে স্মরণীয় জয় পেয়েছেন।
প্যারিসে রোলাঁ গারোঁতে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে সাবালেঙ্কার বিপক্ষে ৭-৬ (৭-৫) ৬-৭ (৫-৭) ৭-৫ গেমে জয় তুলেছেন মুচোভা। শনিবার ফাইনালে ২৬ বর্ষী মুচোভা মুখোমুখি হবেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পোলিশ তারকা ইগা সুয়েটেকের।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুয়েটেক বৃহস্পতিবার রাতে র‍্যাঙ্কিংয়ের ১৫তম স্থানে থাকা ব্রাজিলিয়ান বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়াকে ৬-২, ৭-৬ (৯-৭) ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের টিকিট কাটেন।
প্রতিযোগিতা থেকে ২৫ বর্ষী সাবালেঙ্কার বিদায় এবং সেমিফাইনালের এই জয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাকা করে নিয়েছেন সুয়েটেক। টানা ৬২ সপ্তাহ ধরে শীর্ষে আছেন ২২ বর্ষী টেনিস তারকা।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত মুচোভা বলেছেন, ‘কী হয়েছে আমি সত্যিই জানি না। এটা অবিশ্বাস্য। আমি লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর সেটি আমার পক্ষে কাজ করেছে। আমি খুব খুশি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি