আগেই জানা গিয়েছিল, দুই ভাগে বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। এরই মধ্যে ঢাকায় পা রেখেছে আফগানদের প্রথম বহর। ১০ সদস্যের প্রথম বহর পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা পরই ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বহরও। দুপুরের দিকে ঢাকায় এসেছে দ্বিতীয় বহরটি।
বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান, আফগানিস্তানের ১০ সদস্যের প্রথম বহর শনিবার সকাল ৯টায় এমিরাটসের ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। দুপুর পৌনে ১২টার দিকে দ্বিতীয় বহর পৌঁছেছে। শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে এসেছেন সফরকারী তারা।
এদিকে ঢাকায় পৌঁছে সরাসরি টিম হোটেলে চলে গেছে আফগানরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগান দল। এর আগের দিন (১১ জুন) ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকছে।
অন্যদিকে টেস্ট ম্যাচ শেষেই বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। তবে জুলাইয়ের শুরুতে আবারও ফিরবে তারা।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে মাঠে গড়াবে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এ ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একনজরে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকপরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।
রিজার্ভ খেলোয়াড় : নুর আলি, জিয়া আকবার, আজমত ওমরজাই, সায়েদ শিরজাদ।