সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ২২ জন সেনা আহত হয়েছে। গত রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড।
সেন্ট্রাল কমান্ড সোমবার দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছে। তবে দুর্ঘটনার কারণ কিংবা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা। আহতদের অবস্থা কতটা গুরুতর সেটাও উল্লেখ করেনি।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ঘটনার পর ১০ জন সেনাকে ওই অঞ্চলের বাইরে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে অবস্থান করা সেনাদের তত্ত্বাবধান করে থাকে। সেন্ট্রাল কমান্ড সংক্ষেপে সেন্টকম নামে পরিচিত। তারা বলেছে, শত্রুপক্ষের কোনো গুলিতে এই ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সেন্টকম।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ সেনা রয়েছে। তাদের অধিকাংশ সিরিয়ার পূর্বে অবস্থান করছে। সিরিয়ায় রাশিয়া এবং তুরস্কেরও সেনা রয়েছে।
সিরিয়ায় থাকা মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত মিলিশিয়ারা একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট