1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

জার্মানিতে ৩ হাজার বছর আগের তরবারির সন্ধান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

জার্মানিতে বেশ পুরোনো একটি তরবারির সন্ধান পাওয়া গেছে। নৃতাত্ত্বিকেরা বলছেন, তিন হাজার বছরের বেশি পুরোনো এই তরবারিটি। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের একটি কবরস্থানে খননকাজের সময় তরবারিটির সন্ধান পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, তরবারিটি খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষের দিককার। এটির হাতল অষ্টভুজাকার। ব্রোঞ্জ যুগের তরবারিটি এখনো অনেক ভালো অবস্থায় রয়েছে।
স্থানীয় বাভারিয়া প্রাদেশিক কর্তৃপক্ষ বিএলএফডি বলছে, তরবারিটির অবস্থা এতটাই ভালো যে এখনো সেটি ‘চকচক’ করছে।
তরবারিটি যেই জায়গায় পাওয়া গেছে সেখানে ছেলেশিশুসহ নারী ও পুরুষের হাড়গোড় পাওয়া গেছে। এই তিনজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে এখনো নিশ্চিত নন নৃতাত্ত্বিকেরা।
কর্তৃপক্ষ বলছে, এ ধরনের তরবারি তৈরি করা বেশ কঠিন। প্রতœতাত্ত্বিকরা বলেছেন, প্রাচীন তলোয়ার সম্ভবত আক্রমণ করার জন্য ব্যবহার করা হয়নি। তাই এটি এখনো ভাল রয়েছে। বাভারিয়ান স্টেট অফিসের একজন সংরক্ষক ম্যাথিয়াস ফিল স্মৃতিস্তম্ভ সংরক্ষণের জন্য এটিকে অত্যন্ত বিরল আবিষ্কার বলে বর্ণনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি