বরিশাল-ভোলা সড়কে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৮। ছিনতাই হওয়া অটোরিকশা এবং হত্যার কাজে ব্যবহৃত রশিও উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১২টায় নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ জুন বরিশাল নগরীর সদর রোড থেকে যাত্রীবেশি দুই দুর্বৃত্ত একটি অটোরিকশা ভাড়া নিয়ে ভোলা সড়কের দিকে যায়। পথিমধ্যে এআর খান স্টেশন এলাকায় অটোচালক মো. হাসানের (২২) গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে তারা। পরে তার লাশ সড়কের পাশে একটি ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
নিখোঁজ হাসানের সন্ধান না পেয়ে তার পরিবার গত শনিবার বিএমপি’র কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। ওইদিন দুপুরে বরিশাল-ভোলা সড়কের এআর খান স্টেশন এলাকার একটি ডোবা থেকে হাসানের লাশ উদ্ধার করে বিএমপি’র বন্দর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বোন ওইদিনই কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিনই এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-৮। তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে অভিযুক্ত পটুয়াখালীর রুবেল হাওলাদার (৩৫) এবং মামুন তালুকদারকে (৩৬) গ্রেফতার করে র্যাবের বিশেষ দল। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অটো চালক হাসানকে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেফতার দুইজনকে বিএমপি’র বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম।