1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

মানবাধিকার নিয়ে মোদীকে ‘লেকচার’ দেবেন না বাইডেন: হোয়াইট হাউজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুধবার স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই দুই নেতার মধ্যে দুইদিন ধরে বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মোদীর এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ককে আরো জোরদার করবে বলেও হোয়াইজ হাউজ থেকে আশা প্রকাশ করা হয়েছে। ভারতকে ‘আমাদের যুগের গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন’ বলে বর্ণনা করেছে হোয়াইট হাউজ।
চীনের বৈশ্বিক প্রভাব মোকাবেলায় কৌশলগত কারণেই ওয়াশিংটনের ভারতকে প্রয়োজন। অন্যদিকে, মোদী চাইছেন আন্তর্জাতিক অঙ্গনে তার দেশের প্রভাব আরও বৃদ্ধি করতে। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারত।
মোদীর এই সফরে দুই দেশের মধ্যে নানা ধরনের বেশ কিছু চুক্তির ঘোষণা আসবে বলেও ধারণা করা হচ্ছে।
মোদীর আমলে ভারতে গণতন্ত্রের পশ্চাদপসরণের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ রয়েছে, বৈঠকে বাইডেন তা প্রকাশ করবেন বলেও আশা করা হচ্ছে।
তবে মানবাধিকার নিয়ে তিনি মোদীকে কোনো লেকচার দেবেন না বলেই সাংবাদিকদের জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্ত‍া উপদেষ্টা জ্যাক সুলিভান।
চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবিলায় ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতও চায় বিশ্ব মঞ্চে নিজেদের প্রভাব বাড়াতে। সফরকালে মোদী ও বাইডেন প্রতিরক্ষা সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং ভারতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন চুক্তি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, মোদীর সামনে বাইডেন ভারতের গণতন্ত্র সূচকে পিছিয়ে পড়া এবং মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি উত্থাপন করবেন। তবে এ বিষয়ে তিনি মোদীকে বক্তৃতা শোনাতে যাবেন না।
তিনি বলেন, সংবাদপত্র, ধর্মীয় বা অন্যান্য স্বাধীনতার প্রতি চ্যালেঞ্জ দেখলেই আমরা আমাদের মতামত জানাই। তবে এই কাজে বক্তৃতা দিতে চাই না বা দাবি করি না যে, আমাদের নিজস্ব কোনো চ্যালেঞ্জ নেই।
সুলিভান বলেন, সর্বোপরি, ভারতে রাজনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রশ্ন কোথায় যাবে, সেটি ভারতীয়রাই নির্ধারণ করবেন। এটি যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে না।
২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী পাঁচবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তবে পূর্ণাঙ্গ কূটনৈতিক মর্যাদার সঙ্গে এটিই হচ্ছে তার প্রথম রাষ্ট্রীয় সফর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি