1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

সেপ্টেম্বরেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন : প্রযুক্তিমন্ত্রী

মোঃ জসিম উদ্দীন খন্দকার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্থপতি ইয়াসেফ ওসমান।

 

প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের শুরুতে ইউরেনিয়াম আসবে। আর ওই সময়ে পরীক্ষামূলক জ্বালানি সংযোগ ও বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন হবে।

বিজ্ঞানমন্ত্রী আরও বলেন, দেশ এখন শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায়। তবে মাঝেমধ্যে চাহিদা বাড়ায়, বিদ্যুৎ সংকট দেখা দিলে মানুষ কষ্ট পায়। এতে আমরাও কষ্ট পাই। তবুও বৈশ্বিক যুদ্ধ বাস্তবতায় সমস্যায় পড়েছিলাম। তবে আমরা সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছি। এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি