নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার হেরোইন জব্দ করেছে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল। এসময় মাদক বিক্রেতা মো. ইসমাইল (২১) নামে এক যুবককে আটক করা হয়।
শনিবার দুপুরে র্যাব ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া অফিসার) মো. আনোয়ার হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, উপজেলার শ্যামগঞ্জ মহিষবেড় গ্রামের জামে মসজিদ সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে শনিবার ভোরে তাকে আটক করা হয়। আটক যুবক রাজশাহী জেলার গোদাগারী উপজেলার চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন সড়কে বিভিন্ন পন্থায় সে মাদক পাচার করে আসছিল।
এমন খবরে শনিবার ভোর রাতে নেত্রকোনা দুর্গাপুর শ্যামগঞ্জ সড়কে মহিষবেড় চেকপোস্টে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে প্রায় ৬০ লাখ টাকার হেরোইন। দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ ময়মনসিংহ যাওয়ার পথে সিএনজি রিকশা তল্লাশি চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার কথা স্বীকার করে আটক যুবক জানায়, রাজশাহী থেকে প্রথমে দুর্গাপুর আসে। পরে সেখান থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। আইনগত ব্যবস্থা নিয়ে তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।