1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

জনগণের সমর্থন থাকলে বিদেশি সমর্থনের দরকার নেই : কৃষিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, যারা বিদেশিদের কাছে হাত পাতছে, ধরনা দিচ্ছে তাদের কাছে ভিক্ষা চেয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করবে। কোনো বিদেশি প্রভু এসে সেটা দিতে পারবে না। এ সরকার নির্বাচিত সরকার, এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা, সম্পদের ও জীবনের নিরাপত্তা দেয়া তাদের পবিত্র দায়িত্ব। দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা সর্বোচ্চ সর্তকতা নিয়ে এ গুলো মোকাবেলা করব। কেউ কেউ বলছে এ সরকারের বিদেশি সমর্থন নেই।

কৃষিমন্ত্রী বলেন, বিদেশিদের সমর্থনের কোনো দরকার নেই, আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এ দেশের মালিক। জনগণ নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা? সেটা নির্বাচনে প্রমাণিত হবে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন কৃষিমন্ত্রী।

 

আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, পদ্মা সেতু, ফোর লেন রাস্তা, স্কুল, খাদ্য উৎপাদন, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্প কারখানাসহ সব দিকে উন্নয়ন করেছে। উন্নয়নের কারণে জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণের সমর্থন থাকলে বিদেশি সমর্থনের প্রয়োজন নেই। আমরা বিদেশি সহযোগিতা চাই না। তাই জনগণের সমর্থন।

মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু হাদী নূর আলী খান, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, খ. আব্দুল গফুর মন্টু, ফেডারেশনের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমদ নাছির, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, মিজার্বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল মৃ, মধুপুর টেকনিক্যাল বহুমুখী স্কু এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, আউশনারা কলেজে অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগী  অধ্যাপক রহিছ উদ্দিন, বোকারবাইদ গার্লস স্কুলের প্রধান শিক্ষক ছালমা আফরোজ প্রমুখ।

সভায় ফেডারেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি