নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা শামছুল আমিন (৩৭) নামে একজনকে বিপুল পরিমান জালনোটসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
শনিবার (২৪ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়। ১০৮টি ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার আমিন (৩৭) ব্রাহ্মনবাড়িয়া সদরের দাতিয়ারা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
র্যাব-৩ জানায়, শামছুল আমিন দীর্ঘদিন যাবৎ জালনোট প্রস্তুত করে যোগসাজসে দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। জাল টাকা সরবরাহের জন্য তার একাধিক সিন্ডিকেট রয়েছে। সে এবং তার অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে এবং তা প্রতারনামূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের নিকট জালনোট প্রদানের মাধ্যমে মালামাল ক্রয়সহ বিভিন্ন লেনদেন করে আসছিল। এসকল চক্রের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরধারীসহ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।