শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা। দেশটির দক্ষিণে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে রবিবার ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। খবর রয়টার্স এর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে আঘাত হানে। সংস্থাটি এর প্রাথমিক মাত্রা ৬.০ হিসাবে রেকর্ড করেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই পর্যায়ে সুনামির কোনো হুমকি নেই। ভূমিকম্পটি ৪০ কিলোমিটার গভীরে ছিল বলে ইএমএসসি জানিয়েছে। তারা প্রথমে ভূমিকম্পটি ৬.১ মাত্রার বলে প্রতিবেদন করেছিল।